বহরমপুর: নকল সোনার প্রলোভন দেখিয়ে আসল সোনার গয়না হাতিয়ে নেওয়ার অভিযোগে বহরমপুরে আটক এক যুবক
নকল সোনার প্রলোভন দেখিয়ে আসল সোনার গয়না হাতিয়ে নেওয়ার অভিযোগ। চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে বহরমপুরে। অভিযোগ বহরমপুরের রাধারঘাটের এক যুবক নকল সোনার বিস্কুট নিয়ে আসে এরপর একটি টোটোতে উঠে পড়ে। টোটোতে থাকা মহিলা যাত্রীকে সে জানায়, তার কাছে একটি সোনার বিস্কুট রয়েছে।যার মূল্য মহিলার কাছে থাকা সোনার অলঙ্কারের থেকে দাম বেশি পরে যুবককে পুলিশের হাতে তুলে দেওয়া হয