চাঁচল ১: চাঁচলে আগুনে ঘর হারাল চার পরিবার, আইসির ত্রাণ প্রদান
সোমবার চাঁচলের খুড়িয়াল গ্রামে এক নিমেষে পুড়ে ছাই হয়েছিল চারটি কাচাবাড়ি। তারপর থেকেই দুশ্চিন্তায় পড়েছে পরিবারগুলি। আশ্রয় স্থল হারিয়ে বিপাকে পড়েছেন ছবি বেওয়া ও বাজো বেওয়া। কারণ চেয়ে চিন্তে কোনরকমে দিন কাটে। বুধবার বিকাল তিনটা নাগাদ পরিবারগুলিকে আশ্বস্ত করতে গেলেন চাঁচল থানার আইসি পুর্ণেন্দু কুণ্ডু।ঘটনাস্থল তিনি ঘুরে দেখে পরিবারগুলির হাত ত্রাণ সামগ্রী তুলে দেন। আইসি বলেন, পরিবারগুলি যাতে আরও অন্যান্য সরকারি প্রকল্পের সুবিধা পান,বিডিওর কাছে আবেদন করেছি।