সাব্রুম: সীমান্তবর্তী এলাকায় শ্রীনগরের বিভিন্ন পুজো মন্ডপ পরিদর্শনী গেলেন জেলাশাসক ও জেলা সভাধিপতি
গ্রামের পুজো এক অনন্য আনন্দ। শহরের মতো এত আলো নেই, কিন্তু আছে মানুষের আবেগ, উচ্ছ্বাসের এক অনন্য ধারা। মায়ের আগমনে আন্দোলিত সাবরুমের সীমান্ত গ্রাম মাধবনগর থেকে শ্রীনগর। জেলা সভাধিপতি দীপক দত্ত, দক্ষিণ জেলা শাসক মোহাম্মদ সাজেদ পি আইএএস এবং পোয়াংবাড়ী পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান মনিমালা বৈদ্য। প্রত্যেকটি প্যান্ডেলে এরা যান। গ্রামের মানুষের সাথে পুজোর আনন্দ ভাগ করে নেন। একসাথে যেন চাঁদের হাট জমেছিল বিভিন্ন পূজা প্যান্ডেল।