পটাশপুর ২: BJPর কার্যকর্তা ও জনপ্রতিনিধিদের মিথ্যা মামলার ফাঁসানোর বিরুদ্ধে ভাজাচাউলিতে প্রতিবাদ মিছিলের আয়োজন
পূর্ব মেদিনীপুর জেলার ভাজাচাউলিতে কাঁথি বিজেপির তিন মন্ডল এর উদ্যোগে প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয় | জানা গিয়েছে সম্প্রতি বিজেপির কার্যকর্তা ও জনপ্রতিনিধিতে মিথ্যা মামলা ফাঁসানো হয়েছে এই ঘটনা তীব্র নিন্দা জানিয়ে প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়। এই প্রতিবাদ মিছিল উপস্থিত ছিলেন মন্ডল তিনের সভাপতি বিপুলের ধারা সহ অন্যান্য নেতৃত্বরা |