নন্দীগ্রাম ১: SI র মদতে প্রধান শিক্ষক স্কুলের জমি বিক্রয়,বিক্ষোভ ডেপুটেশান দিল এলাকাবাসী,জমি বিক্রয় বৈধ আজ বলল ভূমিদাতা পরিবার
পূর্ব মেদিনীপুর জেলার শতবর্ষ প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠান নন্দীগ্রাম BMT শিক্ষানিকেত। এই স্কুলের জমি SIর মদতে রেকর্ড পরিবর্তন করে অবৈধ ভাবে বিক্রয় করেছেন খোদ প্রধানশিক্ষক। এই অভিযোগে আজ নন্দীগ্রাম এলাকাবাসীরা SI পূর্বচক্রর কাছে বিক্ষোভ ডেপুটেশান দিল এলাকাবাসীরা। তাদের অভিযোগ SIর মদতে স্কুলের প্রধানশিক্ষক জমির রেকর্ড পরিবর্তন করে বিক্রয় করেছেন। তবে এই বিষয়টি সম্পূর্ণ ভাবে উড়িয়ে SI পূর্বচক্র মলয় মন্ডল বলেন ডিপার্টমেন্টাল পারমিশনের প্রেক্ষিতে অর্ডার করে বিক্রয়