কোচবিহার ১: নিয়ন্ত্রণ হারিয়ে নয়ানজুলিতে গাড়ি, ঘটনাস্থলে মৃত্যুর ৪জনের, দেওয়ানহাটে বেঁচে যাওয়া মহিলা কি জানিয়েছে শুনে নেব
নিয়ন্ত্রণ হারিয়ে নয়ানজুলিতে গাড়ি,ঘটনাস্থলের চারজনের মৃত্যু হলেও অবিশ্বাস্যভাবে এক মহিলা বেঁচে যায়। ঘটনাটি ঘটেছে সোমবার রাতে কোচবিহার চান্দামারী এলাকায়। জানাগেছে কোচবিহার দেওয়ানহাটের চার যুবক ও এক মহিলা একটি ছোট কারী করে গিয়েছিলেন চান্দামারীতে। সেখান থেকে ফেরার সময় গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে একটি নয়ানজুলিতে পড়ে যায়। ঘটনাক্রমে কোনভাবে ওই মহিলা গাড়ি থেকে বের হতে পারলেও। বাকি ৪জনের মৃত্যু হয়। এপ্রসঙ্গেই কি জানিয়েছে বেঁচে যাওয়া মহিলা শুনে নেব