এক মাতালের অদ্ভুত কান্ড মন্তেশ্বরে। রবিবার সকালে পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বর ব্লকের, মালডাঙ্গায় রাস্তার সিসিটিভি ক্যামেরার পোলের ওপর উঠে পরে এক ব্যক্তি মদ্যপ ব্যক্তি। স্থানীয়রা জানাই তার কোন অভিযোগ ছিল তাই মন্তেশ্বর থানার লাগানো সিসিটিভি ক্যামেরায় অভিযোগ জানাতে পোলে উঠে পরে। এমনকী ক্যামেরাটি ভাঙার চেষ্টাও করে।