ইংরেজবাজার: আজ মহা অষ্টমী! দূর্গাবাড়ী মোড়ে আদি কংস বনিক সম্প্রদায়ের ৩৫০ বছরের প্রাচীন দুর্গাপুজোয় মাতয়ারা সকলে
প্রায় ৩৫০ বছরের প্রাচীন দুর্গাবাড়ি মোড় এলাকায় আদি কংস বণিক সম্প্রদায়ের দুর্গাপুজোর আজ মহা অষ্টমী পুজো অনুষ্ঠিত হল। মঙ্গলবার সকাল দশটার পর থেকেই প্রাচীন রীতি রেওয়াজ মেনে শুরু হয়েছে মহা অষ্টমী পূজো। পুজোয় সামিল হয়েছেন আদি কংস বনিক সম্প্রদায়ের মানুষজন ছাড়াও বিভিন্ন প্রান্ত থেকে আসা ভক্তরা। জানা গেছে আজ থেকে ৩৫০ বছর আগে স্বপ্নাদেশ পেয়ে এই পুজোর সূচনা হয়েছিল।