রাজারহাট: কলকাতায় ফের গরমের দাপট, রাজারহাটে দূষণের সতর্কতা
কলকাতায় ফের গরমের দাপট, রাজারহাটে দূষণের সতর্কতা। কলকাতার আকাশে আবার ফিরে এল হালকা ধোঁয়াটে রোদ। নভেম্বরের শুরুর দিনেই শীতের দেখা নেই শহরে—বরং বাড়ছে তাপমাত্রা। সোমবার বিকেল পাঁচটা নাগাদ আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে, সোমবার সকাল থেকেই উষ্ণতা কিছুটা বেশি অনুভূত হচ্ছে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছবে প্রায় ৩১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে খানিকটা বেশি। সর্বনিম্ন থাকবে ২২ ডিগ্রি সেলসিয়াস-এর কাছাকাছি।