বাঘমুণ্ডী: রাতের অন্ধকারে অভিযান চালিয়ে সেই ছক ভেস্তে দিয়ে বাঘমুণ্ডি থানার পুলিশ বালিবোঝাই একটি ডাম্পার বাজেয়াপ্ত করল
রাতের অন্ধকারে অভিযান চালিয়ে সেই ছক ভেস্তে দিয়ে বাঘমুণ্ডি থানার পুলিশ বালিবোঝাই একটি ডাম্পার বাজেয়াপ্ত করল। বুধবার সকাল ১০ টা নাগাদ পুলিশ সূত্রে জানা যায়। মঙ্গলবার গভীর রাতে বাঘমুণ্ডি-ঝালদা রাজ্য সড়কের চড়িদা গ্রামের সামনে চলা অভিযানে একজনকে গ্রেফতারও করা হয়েছে। ধৃত পড়শি রাজ্য ঝাড়খণ্ডের নিমডি এলাকার বাসিন্দা নাম বুদ্ধেশ্বর কিস্কু। বুধবার পুলিশের তরফে ধৃতকে পুরুলিয়া জেলা আদালতে পেশ করা হয়। আদালত ধৃতকে ১৪ দিনের জেল হেপাজতের নির্দেশ দিয়েছে। তবে ডাম্পার বোঝাই