খানাকুল ১: প্যান্ডেল তৈরির কাজে গিয়ে অস্বাভাবিক মৃত্যু মাধবপুর এলাকার নাবালকের,খুনের অভিযোগ পরিবারের
প্যান্ডেল তৈরির কাজে গিয়ে অস্বাভাবিক মৃত্যু নাবালকের।ঘটনাটি ঘটে শনিবার আরামবাগের কালীপুরে।মৃতর নাম অর্পণ সাঁতরা(১৭)বাড়ি গোঘাটের মাধবপুরে।পরিবাদের দাবি,রাতে তাঁদের খবর দেওয়া হয় ছেলে বিদ্যুৎ পৃষ্ট হয়েছে।আরামবাগ মেডিক্যালে ভর্তি।তারা সেখানে পৌঁছালে ছেলেকে মৃত অবস্থায় দেখে।তাদের অভিযোগ,মাথায় আঘাত করে অর্পণকে খুন করা হয়েছে।তারা গোঘাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।এদিন নাবালকের দেহ ময়নাতদন্তে পাঠায় পুলিশ।ঘটনার প্রাথমিক তদন্ত শুরু করেছে পুলিশ।