ভাতার: ভূমশোড় গ্রামে SIR আতঙ্কে গায়ে কেরোসিন তেল ঢেলে পুড়ে মারা গেলেন এক মহিলা বলে অভিযোগ পরিবারের লোকজনের, এলাকায় চাঞ্চল্য
ভাতারের ভূমশোড় গ্রামে SIR আতঙ্কে গায়ে কেরোসিন তেল ঢেলে পুড়ে মারা গেলেন এক মহিলা বলে অভিযোগ পরিবারের লোকজনদের। ঘটনায় এলাকায় ব্যাপক আতঙ্ক। শনিবার দুটোর সময় বিধায়ক জানালেন যে আমরা দলের পক্ষ থেকে অভিযোগ করব। গোটা রাজ্যে ভোটার তালিকায় নাম না থাকার জন্য SIR আতঙ্কে বেশ কিছু মানুষ মারা গেছেন। সেরকমই অভিযোগ আনলো ভাতারের ভূমশোড় গ্রামের একটি পরিবার । তাদের অভিযোগ SIR আতঙ্কে মারা গেলেন আমাদের মেয়ে, যার নাম মাসতুরা খাতুন, বয়স ৪০।