রানাঘাট ২: মুকুটমনি প্রাক্তন mla এর প্যাড ছাপিয়ে রাখুক, মন্তব্য শুভেন্দুর, লোডশেডিং বিধায়ক শুভেন্দু, রানাঘাটে পাল্টা মুকুটমনি
ছাপ্পা করে ভোট জিতেছে, মুকুটমনি প্রাক্তন mla এর প্যাড ছাপিয়ে রাখুক, 26 এর নির্বাচনে হিন্দুরা ওকে সবক শেখাবে। সোমবার নবদ্বীপে দলীয় কর্মী খুনের ঘটনায় প্রতিবাদ কর্মসূচিতে যোগ দিতে এসে এভাবেই রানাঘাট দক্ষিণের তৃণমূল বিধায়ক মুকুটমনি অধিকারী প্রসঙ্গে মন্তব্য করে ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর মঙ্গলবার এক ভিডিও বার্তায় শুভেন্দু অধিকারীর মন্তব্যের পাল্টা দিলেন বিধায়ক মুকুটমনি অধিকারী।