বারাসাত শহরে রেললাইনের ধারে একাধিক পরিমাণে উদ্ধার আধার কার্ড , প্যান কার্ড সহ পরিচয় পত্র উত্তর ২৪ পরগনা জেলায় আজ বারাসাতে বারাসাত স্টেশন সংলগ্ন রেল লাইনের ধারে ভর সন্ধ্যায় উদ্ধার একাধিক পরিচয় পত্র, পাওয়া গেছে একাধিক ব্যক্তির পরিচয় পত্র যেমন আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড সহ নানা নথি। যা নিয়ে ইতিমধ্যেই গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। প্রত্যক্ষদর্শীরা দাবি করেছেন পরিচয় পত্র গুলি সবই নকল আসল হলে কেউ এইভাবে রেললাইনের ধারে ফেলে যেত না।