করিমগঞ্জ: মকই ভাঙ্গায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলেই মৃত্যু হলো এক তরুণীর
মঙ্গলবার বদরপুর থানার মকই ভাঙ্গা সেতুর পূর্ব দিকে থাকা গর্তে চলন্ত বাইক দুর্ঘটনা হয়। বাইকের পেছনে বসে থাকা NC কলেজের ছাত্রী টুপসি ভট্টাচার্য ছিটকে গিয়ে বদরপুরের দিক থেকে আসা একটি লরির মধ্যখানের চাকার নীচে পড়ে যায়। আর এতেই মর্মান্তিক মৃত্যু হয় টুপসির। টুপসির বাড়ি শ্রীগৌরী।বাবার নাম মৃত বাচ্চু ভট্টাচার্য। বরাত জোরে রক্ষা পায় বাইক চালক সুমন মালাকার। বাড়ি দর্গাবাজার। সেও NC কলেজের ছাত্র। এতে বাইক চালককে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে পাঠানো হয়।