পলাশীপাড়া থানার বড় নলদহ রিফুজি পাড়ার এক যুবকের দেহ উদ্ধার হল কালীগঞ্জের পাগলাচণ্ডী দহ থেকে। সমর্পণ সরকার নামে ওই যুবক গত শুক্রবার রাত থেকে নিখোঁজ ছিল, এ বিষয়ে পলাশীপাড়া থানায় একটি নিখোঁজ ডায়েরি ও করা হয় পরিবারের পক্ষ থেকে। রবিবার দুপুরে কালীগঞ্জ থানার পাগলা চণ্ডী দহে দেহ ভাসতে দেখেন এলাকার মানুষ এরপর পুলিশের খবর দিলে কালিগঞ্জ থানা দেবগ্রাম ফাড়ির পুলিশ দেহ উদ্ধার করে দেবগ্রাম প্রাথমিক স্বাস্থ্য নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে।