মানবাজার ১: মানবাজার থানার একাধিক জায়গায় চোলাই মদের বিরুদ্ধে অভিযান আবগারি দপ্তরের
আচমকাই চোলাই মদের ঠেকে হানা দিয়ে বিপুল পরিমাণে চোলাই মদ নষ্ট করলো মানবাজার সার্কেল আবগারি দপ্তর। শুক্রবার রাত্রি ৯ টা নাগাদ আবগারি দপ্তর সূত্রে জানা যায় মানবাজার থানার রাইডি,শুঁড়িগড়া,মাধবপুর,বিশরী,চল্লারহাট, ইন্দকুড়ি এলাকায় অভিযান চালানো হয়।এদিন অভিযান চালিয়ে ৩৬০ লিটার চোলাই মদ তৈরির উপকরণ ও ৪২ লিটার চোলাই মদ নষ্ট করা হয়।এছাড়াও মদ তৈরির তিনটি ড্রাম ও ৮ টি অ্যালুমিনিয়ামের হাড়ি বাজেয়াপ্ত করা হয়।