আলিপুরদুয়ার ১: আলিপুরদুয়ারে শুরু হল বিসর্জন পর্ব কড়া নিরাপত্তা প্রশাসনিক কর্তাদের
আলিপুরদুয়ার কালজানি নদীর ঘাটে বিসর্জন পর্ব শুরু হয়ে গেছে বৃহস্পতিবার বিকেল তিনটে নাগাদ। আজ দশমী বৃহস্পতিবার তাই অনেক কমিটির কর্মকর্তারা বিসর্জন পর্ব করবেন না তবুও আলিপুরদুয়ার ১১ নম্বর ওয়ার্ডের পুজো কমিটির কর্মকর্তারা কালজানি নদীর ঘাটে বিসর্জন পর্ব দেওয়ার জন্য মূর্তি নিয়ে পৌঁছে গেছেন। দুর্গা মাকে বিসর্জন দেওয়ার আগে শোভাযাত্রা বের হয়েছে আলিপুরদুয়ারে। তবে নির্বিঘ্নে বিসর্জন পর্ব শেষ করতে সব রকম প্রস্তুতি নিয়েছেন প্রশাসনিক কর্তারা।