তেহট্ট ১: কাঠালিয়াতে মুখোমুখি মোটরবাইকের ধাক্কায় মৃত শুভ বিশ্বাসের মৃতকে মযনা তদন্তের জন্য পাঠানো হলো নদীয়া জেলা হাসপাতালে,
গত বুধবার সন্ধ্যা৭.৩০ টায় দিকে শুভ বিশ্বাস(১৯)ও কৃষ্ণ মন্ডল দুজনে এক মোটর বাইকে নাজিরপুরের দিকে আসার সময়, কৃষ্ণনগর করিমপুর রাজ্য সড়কের কাঠালিয়ার কাছে আসতেই, উল্টো দিক থেকে আসা একটি মোটর বাইকে মুখোমুখি ধাক্কা,ঐ মোটর বাইকে ছিল ৩জন ,গুরুতর আহত অবস্থায় পাঁচ জনকে নিয়ে আসা হয় তেহট্ট মহকুমা হাসপাতালে,সেখানে কর্তব্যরত চিকিৎসক শুভ বিশ্বাস কে মৃত বলে ঘোষণা করে,আজ দুপুর ১টায় ময়নাতদন্তের জন্য পাঠানো হয় জেলা হসপিটালে, সেই দৃশ্য ধরা পড়লো আমাদের ক্যামেরায়