ধূপগুড়ি: মেঘভাঙ্গা বৃষ্টি এসে গোটা নাগরাকাটা লণ্ডভণ্ড দশটি সেতু কুড়িটি কালভার্ট ক্ষতিগ্রস্ত
ভয়াবহ মেঘভাঙা স্থানীয় বৃষ্টির সাথে ভুটান পাহাড় থেকে নেমে আসা বিপুল জলে রবিবার বন্যার কবলে পড়ে পুরো নাগরাকাটা ব্লক৷ কোথাও জল নেই এমন ছবি ধরা পড়েনি।ঘরবাড়ি বিধ্বস্ত, নাগরাকাটস থানা নাগরাকাটা ব্লকে এমন কোনও নদী ঝোড়া বাকি ছিলনা যে জলস্ফিতী বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হয়নি।নাগরাকাটা ব্লকের বামনডাঙা চা বাগান সহ বেশ কয়েকটি এলাকা থেকে বেশ কয়েকজনের জলে ভেসে যাওয়ার খবর পাওয়া গিয়েছে।এন ডি আর এফ ৫ জনের মৃতদেহ উদ্ধার করলেও কটি মৃতদেহ মোট উদ্ধার হয়েছে তা এখনক জানা