গোপীবল্লভপুর ১: লালকেল্লা কাণ্ডে নিরাপত্তা নিয়ে সতর্ক প্রশাসন,অপ্রীতিকর ঘটনা এড়াতে বাংলা ও উড়িষ্যার সীমানায় কড়া নজরদারি পুলিশের
দিল্লির লালকেল্লার কাছে সোমবার সন্ধ্যায় ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল রাজধানী। বিস্ফোরণের তীব্রতায় দুমড়ে-মুচড়ে যায় একাধিক গাড়ি, আহত হয়েছেন বহু মানুষ। ঘটনায় মৃত্যু হয়েছে কমপক্ষে দশজনের বলে প্রাথমিকভাবে জানা গেছে। ঘটনার পর থেকেই সারা দেশে জারি হয়েছে উচ্চ সতর্কতা। সেই সূত্রে সোমবার রাতে গোপীবল্লভপুর ১ নম্বর ব্লকের বাংলা ও ওড়িশা সীমান্ত লাগোয়া হাতিবাড়ি এলাকার নাকা পয়েন্টে কড়া নজরদারি চালায় গোপীবল্লভপুর থানার পুলিশ।