ধুবুলিয়া বাজারের নাকা তল্লাশির সময় বড়সড় সাফল্য পেল ধুবুলিয়া থানার পুলিশ। গভীর রাতে একটি চারচাকা ছোট গাড়ি ও একটি স্কুটিতে করে অবৈধ সোনার চোরাচালান চলছিল বলে অভিযোগ। ঘটনাস্থল থেকে মোট ১১টি সোনার বার উদ্ধার করেছে পুলিশ। যার ওজন ১কেজি ১১৮ গ্রাম , আনুমানিক মূল্য ১কোটি ৩৬ লক্ষ টাকা। পুলিশ সূত্রে জানা গেছে, রাতের দিকে একটি ছোট চারচাকা গাড়ি এসে নেতাজি পার্কের কাছে দাঁড়ায়। কিছুক্ষণ পর একটি স্কুটিতে করে একজন ব্যক্তি এসে চারচাকা গাড়ির চালকের হাতে সন্দেহজনক