কেতুগ্রাম-২ ব্লকের বিল্বেশ্বর পঞ্চায়েতের চিতাহাটি গ্রামের পক্ষাঘাতগ্রস্ত বাসিন্দা সরস্বতী প্রধানকে মঙ্গলবার আনুমানিক দুপুর ১টা নাগাদ ‘চ্যাংদোলা’ করে জন শুনানিতে নিয়ে এলেন তাঁর স্বামী গৌতম প্রধান। দীর্ঘ পাঁচ বছর ধরে ব্রেন স্ট্রোকে আক্রান্ত তিনি। গৌতমবাবুর অভিযোগ, বিএলও তাঁদের কিছুই জানাননি। অথচ স্ত্রীর নাম ২০০২ সালের ভোটার তালিকায় না থাকায় শুনানিতে আসতে বলা হয়। তারা ব্লক অফিস থেকে বেরোনোর সময় বিষয়টি নজরে আসতেই ছুটে যান এলাকার বিধায়ক শেখ শাহনওয়াজ।