হরিশ্চন্দ্রপুর ২: চিথলিয়া হাই মাদ্রাসা বিদ্যালয় আয়োজিত শিবির ও মানুষদের নিয়ে সভায় অংশগ্রহণ করল জনপ্রতিনিধি প্রশাসনিক কর্তা
হরিশ্চন্দ্রপুর দুই ব্লক প্রশাসনের ব্যবস্থাপনায় চিথলিয়া হাই মাদ্রাসা বিদ্যালয় আয়োজিত হচ্ছে। সাধারণ মানুষকে সরকারি বিভিন্ন পরিষেবা প্রদান করছেন সরকারি আধিকারিকরা। পাশাপাশি তিনটি বুথের মানুষকে সাথে নিয়ে একটি সভা অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন ব্লক প্রশাসনের আধিকারিক সহ জেলা পরিষদ সদস্য বারিকুল ইসলাম অন্যান্যরা। রাজ্য সরকারের প্রতিটি বুথের জন্য বরাদ্দ অর্থে কি কি কাজ বাকি রয়েছে সেগুলি তালিকা তৈরি করা হয়। দ্রুত কাজগুলি করার বার্তা রাখা হয়।