শ্যামপুর ১: হাওড়ার শ্যামপুর মেতে উঠেছে লক্ষ্মীর আরাধনায়
ডিভিসির ছাড়া জলে হাওড়ার এক প্রান্ত-উদয়নারায়নপুর যখন বন্যার আশঙ্কা করছে তখন অন্য প্রান্ত শ্যামপুর মেতে উঠেছে লক্ষ্মীর আরাধনায়। হাওড়ার কয়েকটি পয়েন্টে সার্ব্বজনীন কোজাগরী লক্ষ্মী পূজোর জনপ্রিয়তা রয়েছে।বাঙালির বারো মাসে তেরো পার্বণে কাটোয়ার কার্তিক পূজো,বারাসতের কালীপূজোর মতোই হাওড়া গ্রামীণ এলাকার জোকা, খালনা, শ্যামপুরের নাকোল সহ কয়েকটি এলাকায় বেশ জাঁকজমকপূর্ণ সার্বজনীন লক্ষ্মী পূজো হয়।আর সেগুলির বেশীর ভাগই থিম নির্ভর।