বৃহস্পতিবার ভোট কৌশল সংস্থা আই প্যাকের দফতরে হঠাৎ হানা দেয় কেন্দ্রীয় গোয়েন্দা ইডি। ওই দফতর থেকে কেন্দ্রীয় গোয়েন্দাদের সামনে দিয়ে বেশ কিছু নথি নিয়ে চলে যান রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই ভিডিও ছবি দেখেছেন গোটা মানুষ। রাজ্যর মূখ্যমন্ত্রির এমন ঘটনার প্রতিবাদ জানিয়ে শুক্রবার বিকেল পাঁচটায় মালদহের বামনগোলা ব্লকের পাকুয়াহাট রবীন্দ্র মোড়ে মালদা নালাগোলা রাজ্যে সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান বামনগোলা বিজেপির নেতা কর্মীরা। গতকালের তথ