ভগবানগোলা ১: ভগবানগোলায় ঋণ বিতর্কে চাঞ্চল্য, বস্তির মহিলারা ধরে নিয়ে এলেন গৃহবধূকে থানায়
মুর্শিদাবাদ জেলার ভগবানগোলায় একটি স্বনির্ভর গোষ্ঠীর ঋণকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়াল। সাগর সংঘের CSP মারফত একটি মিশন গোষ্ঠীকে মোট ৩ লক্ষ টাকা ঋণ দেওয়া হয়েছিল। ওই টাকার ভাগ হিসাবে গোষ্ঠীর প্রতিটি সদস্যা পান ৫০ হাজার টাকা করে। তার মধ্যে ভগবানগোলার এক গৃহবধূ নিজের অংশের টাকা স্বামীর হাতে তুলে দেন। স্বামী প্রতিশ্রুতি দেন যে ১১ মাসের মধ্যে সমস্ত কিস্তি পরিশোধ করবেন। কিন্তু সংঘের পক্ষ থেকে জানানো হয়েছে, এ পর্যন্ত মাত্র একটি কিস্তি জমা পড়েছে, বাকি ১০টি