দিনহাটা ২: বুড়িরহাট খুটামারায় অবৈধ গরু পাচার চেষ্টার ঘটনায় দুই জনকে গ্রেফতার, উদ্ধার ২২টা গরু
বুড়িরহাট খুটামারায় অবৈধ গরু পাচার চেষ্টার ঘটনায় দুই জনকে গ্রেফতার, উদ্ধার ২২টা গরু। বুধবার সন্ধ্যা ৬:৫০ মিনিট নাগাদ সাহেবগঞ্জ থানার তরফে এই তথ্য নিশ্চিত করা হয়।বুড়িরহাট-১ গ্রাম পঞ্চায়েত এর খুটামারা গ্রামে পুলিশের অভিযানে উদ্ধার করা হয় ২২টি বিভিন্ন প্রজাতির গরু।পুলিশের তরফে জানানো হয় ভারত বাংলাদেশ সীমান্ত পেরিয়ে বাংলাদেশে পাচারের জন্য গরুগুলো অবৈধভাবে মজুদ করা ছিল। এ ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে চৌখুশি গ্রামের তাজেল আলী (৩২) ও খুটামারার বাসিন্দা সাফিয়াল