মাটিগাড়া: স্কুল শিক্ষিকার সোনার চেন ছিনতাইয়ের ঘটনায় অম্বিকানগর থেকে গ্রেপ্তার ২
স্কুল থেকে ফেরার পথে যুবতীর গলা থেকে সোনার চেন ছিনতাই করে পালিয়েছিল দুস্কৃতিরা। কিন্তু শেষ রক্ষা হল না। ঘটনার কয়েক ঘন্টার মধ্যেই দুস্কৃতিদের পাকড়াও করল পুলিশ। ধৃতদের নাম গৌরব সাহা, সহদেব রায় ওরফে লটকা, অম্বিকানগরের বাসিন্দা। জানা যায়, চলতি মাসের ১২ তারিখ শিলিগুড়ি পুরনিগমের ৩৬নং ওয়ার্ডের শান্তিনগরের বৌবাজার এলাকা দিয়ে বাড়ি ফিরছিলেন শান্তিনগর আমতলার বাসিন্দা পেশায় স্কুল শিক্ষিকা সায়নী দাস। তার সাথে দুজন সহকর্মীরাও ছিল।