বর্ধমান ১: খালেরপুল এলাকায় চায়ের দোকানে চা পান করে চা ও বিস্কুট ভালো নয় বলতেই রক্তারক্তি কান্ড,মৃত হয় বিক্রেতা - গ্রেপ্তার অভিযুক্ত
ক্রেতা-বিক্রেতার মধ্যে বচসা চলাকালীন বিক্রেতা বাঁশ নিয়ে তেড়ে যেতেই পাল্টা বাঁশের আঘাত ক্রেতার,মৃত্যু হল বিক্রেতার।মৃত ব্যক্তির নাম ফরিদালি সেখ (৫০),বাড়ি রায়না থানার মাছখান্ডায়।মৃতের ছেলের অভিযোগ,বাবার খালেরপুল বাজার এলাকায় চায়ের দোকান।গতকাল মঙ্গলবার হোসেন মোল্লা @ রাজা মোল্লা নামে এক যুবক দোকানে আসে এবং চা পান করে বলে চা ভালো নয়,বিস্কুট ভালো নয়, এই নিয়ে বাবার সাথে চরম অশান্তি হয়।