বুধবার শীতলকুচির কার্যীরদিঘি এলাকায় সন্ধাবাতির আগুন থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রথমে ধরণীকান্ত বর্মনের চালা ঘরে আগুন লাগে, পরে তা ছড়িয়ে পড়ে উমাকান্ত বর্মনের টিনের ঘরে। আগুনে চালা ঘরটি সম্পূর্ণ ভস্মীভূত হয় এবং দুটি গরুর মধ্যে একটি গুরুতরভাবে ঝলসে যায়। টিনের ঘরের আসবাবপত্র ও ধানসহ বিভিন্ন সামগ্রী পুড়ে যায়। ঘটনায় দুই পরিবারের মিলিয়ে লক্ষাধিক টাকা ক্ষয়ক্ষতি হয়েছে।