রায়গঞ্জ: বৈষ্ণব ধর্মের প্রথা মেনে দামোদর মাসের ভোরে রায়গঞ্জে নগর সংকীর্তন করলেন রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী
বৈষ্ণব ধর্মের প্রথা মেনে দামোদর মাসের ভোরে রায়গঞ্জে নগর সংকীর্তন করলেন রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী। রবিবার দুপুরে বিধায়কের দফতর সুত্রে এমন তথ্য জানা গেছে। কার্তিক মাস তথা দামোদর মাসে বৈষ্ণব ধর্মাবলম্বী মানুষরা ভোর বেলা নগর সংকীর্তন করে থাকেন। মাসের প্রথম দিনে এই সংকীর্তন করার বিশেষ কারন আছে বলে মনে করেন বৈষ্ণব ধর্মাবলম্বী মানুষরা৷ শাস্ত্র অনুসারে, কার্তিক মাসে সামান্য ভক্তিভরে ভগবানের সেবা করলেও তা বহু গুণ বেশি ফল দান করে।