পাড়া: পাড়া থানার অন্তর্গত আনাড়া এলাকার চারটি দূর্গা পূজার উদ্বোধন করলেন জেলা পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায়
Para, Purulia | Sep 27, 2025 পুরুলিয়ার পাড়া থানার অন্তর্গত আনাড়া এলাকার চারটি দূর্গা পূজার উদ্বোধন করলেন জেলা পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায়। আজ শনিবার মহা পঞ্চমীর পূর্ণ লগ্নে ফিতে কেটে ও প্রদীপ প্রজ্জ্বলন করে দূর্গা পূজার উদ্বোধন করা হলো। এদিন প্রথমে আনাড়া সেন্ট্রাল দূর্গা পূজা ও পরে ভাগাবাঁধ গ্রামের আচার্য্য পাড়া দুর্গা পূজা, ব্যানার্জি পাড়া দূর্গা পূজা ও মাজী পাড়া দুর্গা পূজার উদ্বোধন করা হয়। পুলিশ সুপার ছাড়াও উপস্থিত ছিলেন পাড়া বিধানসভার প্রাক্তন বিধায়ক উমাপদ বাউরী,