আউশগ্রাম ২: আউশগ্রামের গেঁড়াইয়ে ‘মরহুম হালিম ও হালিমা স্মৃতি ফুটবল প্রতিযোগিতা’র প্রথম সেমিফাইনালে জয়ী মেগা ট্রেডার্স সিমনোড়
আউশগ্রামের গেঁড়াইয়ে ‘মরহুম হালিম ও হালিমা স্মৃতি ফুটবল প্রতিযোগিতা’র প্রথম সেমিফাইনালে শুক্রবার আনুমানিক বিকাল ৫টা নাগাদ জয়ী হল মেগা ট্রেডার্স সিমনোড়। সেই অনুষ্ঠানের মঞ্চ থেকেই এদিন দাতা লালন মিলন মেলার আনুষ্ঠানিক সূচনা করা হয়। উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান ও বীরভূম জেলা পরিষদের সভাধিপতি শ্যামাপ্রসন্ন লোহার ও ফায়েজুল হক ওরফে কাজল। তাছাড়া ছিলেন পূর্ব বর্ধমান জেলা পরিষদের সহ-সভাধিপতি গার্গী নাহা, জেলা পরিষদের মেন্টর ইসমাইল শেখ সহ অনান্যরা।