ঠাকুরপুকুর-মহেশতলা: মহেশতলা লুঙ্গি বাজি বাজারে কেমন হচ্ছে দীপাবলীর বাজির বাজার ব্যবসায়ীরা কি বলছেন শুনুন
হাতে মাত্র আর একটা দিন একদিন পরেই আলোর উৎসব দীপাবলীর আর এই দীপাবলি তে মহেশতলা লুঙ্গি বাজি বাজারে ক্রেতাদের ভিড় পরিবেশ বান্ধব বাজে কিনতে ক্রেতারা ভিড় জমিয়েছে। কাঁচামালের দাম বৃদ্ধি পাওয়ার কারণে বাজির দামও বৃদ্ধি পেয়েছে গত বছরের তুলনায় এবছর কেমন হচ্ছে বাজির বাজার চলুন শুনে নেয়া যাক এক ব্যবসায়ীর বক্তব্য।।