বোলপুর-শ্রীনিকেতন: শান্তিনিকেতন থানার অন্তর্গত বল্লভপুর ব্রিজে মদ্যপ অবস্থায় প্রকাশ্যে মারপিট, ক্যামেরায় ধরা পড়ল সিনেমার মতো ফাইট
বিশ্বকর্মা পূজোর উৎসবের আবহে আজ ১৮ই সেপ্টেম্বর আনুমানিক বিকেল ৫ টা ৩০ মিনিট নাগাদ শান্তিনিকেতন থানার অন্তর্গত বল্লভপুর ব্রিজ সংলগ্ন এলাকায় ঘটে গেল এক চাঞ্চল্যকর ঘটনা। পূজোর আনন্দে মদ্যপান চলাকালীন তর্ক-বিতর্ক থেকে শুরু হয়ে প্রকাশ্যে রীতিমতো মারামারিতে জড়িয়ে পড়ে দুই যুবক।প্রত্যক্ষদর্শীদের মতে, ঘটনাটি যেন ঠিক সিনেমার কোনো দৃশ্য! লাঠি হাতে একে অপরের উপর ঝাঁপিয়ে পড়ে দুই পক্ষ। একপক্ষ ভিলেন, অপরপক্ষ যেন নায়কের মতো প্রতিরোধে নামেন,এমনই চিত্র ধরা পড়ে স্থা