শালবনি: আগামী ১ নভেম্বর থেকে রাজ্যে SIR ঘোষণা,অক্টোবরে শেষ বা নভেম্বরের শুরুতেই পশ্চিম মেদিনীপুর জেলাজুড়ে প্রশিক্ষণ আধিকারিকদের
রাজ্যজুড়ে শুরু হচ্ছে প্রস্তুতি. আগামী পয়লা নভেম্বর থেকে রাজ্যে SIR ঘোষণা করা হয়েছে. নির্বাচন কমিশনের তরফে ঘোষণা করা হয়েছে এই দিনক্ষণ. Sir এর আগে তাই রাজ্যজুড়ে শুরু হচ্ছে প্রশিক্ষণ।। Blo, সুপারভাইজার, ইলেক্টোরাল অফিসার সহ অন্যান্য দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের সঙ্গে নিয়ে এই প্রশিক্ষণ পর্ব শুরু হবে। খতিয়ে দেখে সংশোধন করা হবে ভোটার লিস্টের। পশ্চিম মেদিনীপুর জেলাতেও শুরু হচ্ছে এই প্রশিক্ষণ পর্ব।