বরজোড়া: বেলিয়াতোড় সার্বজনীন দুর্গাপুজো কমিটির উদ্যোগে আয়োজিত নরনারায়ণ সেবায় হাজার হাজার ভক্তের ভিড়, উপস্থিত ছিলেন বিধায়ক
আজ বেলিয়াতোর সার্বজনীন দুর্গাপুজো কমিটির উদ্যোগে নরণারায়ান সেবার আয়োজন করা হল।এইদিন বড়জোড়া তৃণমূল বিধায়ক ও বড়জোড়া পঞ্চায়েত সমিতির সভাপতি কালীদাস মুখোপাধ্যায় ফিতে কেটে আনুষ্ঠানিক ভাবে শুভ উদ্বোধন করলেন। এবং বিধায়ক ও বিশিষ্ট আধিকারিক রা প্রসাদ বিতরণ করেন।এই নর নারায়ণ সেবাকে কেন্দ্র করে হাজার হাজার ভক্তের ভিড় ছিল।