নবদ্বীপ: স্বরুপগঞ্জ ঘাট থেকে নবদ্বীপ ফেরিঘাট আসার পথে নৌকা থেকে ভাগীরথী নদীতে ঝাঁপ মহিলার,উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেল পুলিশ
Nabadwip, Nadia | Sep 16, 2025 ওই মহিলার নাম ভারতী পাল (৫৪)তার বাড়ি নদীয়ার মাজদিয়া এলাকায়,হাসপাতাল সূত্রের খবর বর্তমানে অনেকটাই স্থিতিশীল উদ্ধার হওয়া মহিলা ভারতী পাল,নবদ্বীপ ফেরিঘাট সূত্রে জানতে পারা যায়,এদিন দুপুরে স্বরূপগঞ্জ ঘাট থেকে নবদ্বীপ ফেরিঘাটগামী যাত্রীবোঝাই নৌকা থেকে হঠাৎই ভাগীরথী নদীতে ঝাঁপ দেয় মাজিয়ার বাসিন্দা ওই মহিলা,নৌকায় থাকা অন্যান্যদের চিৎকারে স্বরূপগঞ্জ ফেরিঘাটে কর্মরত কর্মীরা একটি নৌকা নিয়ে ওই মহিলাকে উদ্ধার করে পুলিশের হাতে তুলে দেয়।