কল্যাণী: ব্রেস্ট ক্যান্সার সচেতনতা মাস  উদযাপন করা হলো কল্যাণী এইমসে, সেরে ওঠা রোগীরা অভিজ্ঞতার কথা জানালেন
Kalyani, Nadia | Oct 30, 2025 ব্রেস্ট ক্যান্সার সচেতনতা মাস হলো অক্টোবর মাস। এটি বিশ্বব্যাপী পালন করা হয়, সেই সাথে কল্যাণী এইমসেও পালন করা হলো। এই মাসটিকে প্রায়শই "পিঙ্ক অক্টোবর" নামেও অভিহিত করা হয়। এই সচেতনতা মাস পালনের মূল উদ্দেশ্য হলো ব্রেস্ট ক্যান্সার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা বলে কল্যাণী এইমস সূত্রে জানা যায়। প্রাথমিক পর্যায়ে রোগ নির্ণয় এবং চিকিৎসার গুরুত্ব তুলে ধরা এই সচেতনতা কর্মসূচির মাধ্যমে। প্রাথমিক পর্যায়ে ব্রেস্ট ক্যান্সার ধরা পড়লে সম্পূর্ণ নিরাময় সম্ভব।