ক্যানিং ১: ডাউন ক্যানিং শিয়ালদহ লোকালে আচমকা মহিলা কামরায় ধোঁয়া! আতঙ্কে সাধারণ যাত্রীরা
বুধবার সকালে শিয়ালদহ দক্ষিন শাখার ক্যানিং লাইনে ট্রেনের কামড়ায় আচমকাই আগুন লাগার আতঙ্ক ছড়ায় ট্রেন যাত্রীদের মধ্যে। ডাউন ৯.১০ এর ক্যানিং লোকাল কালিকাপুর স্টেশান ছাড়তেই মহিলা কামড়ায় ধোঁয়া দেখতে পান যাত্রীরা। ঘটনায় আতঙ্ক ছড়ায় যাত্রীদের মধ্যে। পিয়ালি স্টেশানে এলে ট্রেন দাঁড় করিয়ে দেন চালক। বেশ খানিক্ষন ট্রেন চলাচল বন্ধ থাকার পর সাড়ে দশটা নাগাদ ট্রেন চলাচল শুরু হয়। কি কারণে ধোঁয়া বের হচ্ছিল সেটা খতিয়ে দেখেন চালক ও গার্ড। পরিস্থিতি স্বাভাবিক হলে ট্রেন ছাড়েন তাঁর