ডেবরার শিক্ষক লক্ষ্মীরাম টুডুর হত্যাকাণ্ডের ঘটনায় সুবিচার মিলল। বাড়ির সামনে বেপরোয়া বাইক চালানোর প্রতিবাদ করায় প্রায় আড়াই বছর আগে পাঁচ অভিযুক্ত লক্ষ্মীরাম টুডুকে মারধর করে হত্যা করেছিল। মেদিনীপুর জেলা আদালত গত বুধবার অভিযুক্ত ৫ জনকেই খুন (IPC-302) এবং তফসিলি জাতি ও উপজাতি অত্যাচার প্রতিরোধ (POA) আইনে দোষী সাব্যস্ত করে।আজ, মঙ্গলবার (১৬ ডিসেম্বর), মেদিনীপুর জেলা আদালতের প্রথম অতিরিক্ত ও দায়রা বিচারক উদয় রানা দোষী সাব্যস্ত ৫ জনকেই যাবজ্জীবন কারাদণ্ড দিল আদালত