মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-এর অনুপ্রেরণায় পথশ্রী–রাস্তাশ্রী প্রকল্পের অর্থানুকূল্যে আজ হলদিবাড়ি ব্লকের হেমকুমারি অঞ্চলে নতুন পাকা রাস্তা নির্মাণ কাজের শুভ শিলান্যাস সম্পন্ন হল। সিংগীর মোড় পাকা রাস্তা থেকে ডাঙ্গাপাড়া মাদ্রাসা মোড় ভায়া ডাঙ্গাপাড়া এ.পি. স্কুল হয়ে অমরজিৎ রায়ের বাড়ি পর্যন্ত প্রায় ১.৬৫০ মিটার দীর্ঘ এই রাস্তার শিলান্যাস করেন মেখলিগঞ্জ বিধানসভার বিধায়ক পরেশ চন্দ্র অধিকারী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হলদিবাড়ি বিডিও রেনজিলামো শেরপা।