কল্যাণী: গয়েশপুরে জুয়ার আসর থেকে চারজনকে গ্রেফতার করল গয়েশপুর ফাঁড়ির পুলিশ, উদ্ধার নগদ টাকা
Kalyani, Nadia | Oct 18, 2025 কল্যাণীর গয়েশপুরে জুয়ার আসর থেকে চারজনকে গ্রেফতার করল গয়েশপুর ফাঁড়ির পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে, শুক্রবার রাতে গয়েশপুর পৌরসভার ১৮ নম্বর ওয়ার্ডের সুভাষপল্লী এলাকায় একটি জোয়ার ঠেকে হানা দেয় পুলিশ, সেখান থেকে চারজনকে গ্রেফতার করে এবং ৫৩৩০ টাকা নগদ উদ্ধার হয় বলে পুলিশ সূত্রে জানা যায়। শনিবার ধৃত চার জনকে কল্যাণী মহাকুমা আদালতে পাঠালো গয়েশপুর ফাঁড়ির পুলিশ। কালীপ পুজোর আগে এলাকায় জুয়ার ঠেক বন্ধের এই অভিযান চলবে বলে জানা যায় পুলিশ সূত্রে।