রতুয়া ১: টোটো চালককে নৃশংসভাবে খুনের ঘটনায় ভগবানপুর গ্রামে পরিবারের সাথে দেখা করলেন কংগ্রেস নেতৃত্ব
Ratua 1, Maldah | Sep 29, 2025 দিনকাল আগে এক টোটো চালককে নৃশংসভাবে কুপিয়ে খুনের ঘটনায় ভগবানপুর গ্রামে তার পরিবার বর্গের সাথে দেখা করতে প্রচলন কংগ্রেসের নেতৃত্বরা। কংগ্রেসের প্রাক্তন বিধায়ক মোস্তাক আলম ছাড়াও জেলা কংগ্রেস ও ব্লক কংগ্রেসের অন্যান্য নেতৃত্বরা পরিবারের সাথে দেখা করেন। ভিন রাজ্যের শ্রমিকদের কাজ করা নিয়ে বিবাদের জেনে আব্দুর রাজ্জাক নামে ওই টোটো চালককে খুন করা হয় এমনটাই জানা যাচ্ছে। ঘটনায় পরিবারের সাথে দেখা করে সমবেদনা জানালেন কংগ্রেস নেতৃত্ব পাশাপাশি দোষীর শাস্তির দাবি।