পাড়া: পাড়া ব্লকের কৃষক বাজারে চাষী দের ডাল জাতীয় শস্য চাষের বিষয়ে প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হলো
Para, Purulia | Oct 15, 2025 পাড়া ব্লকের কৃষক বাজারে বুধবার দুপুর বারোটা নাগাদ চাষী দের ডাল জাতীয় শস্য চাষের বিষয়ে প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়েছিল। শিবিরে পাড়া ব্লকের ভাঁউরিডি গ্রাম পঞ্চায়েত এলাকার প্রায় ৫০ জন চাষীদের ডাল জাতীয় শস্য চাষের বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়। বৈজ্ঞানিক পদ্ধতিতে কিভাবে কম খরচে ও কম জলে ডাল জাতীয় শস্য চাষ করা যায় ও শষ্য সংরক্ষণ,বীজ শোধন সহ চাষীদের জন্য বিভিন্ন সরকারি প্রকল্প গুলি সম্পর্কে আলোচনা করা হয়। শিবিরে উপস্থিত ছিলেন পাড়া পঞ্চায়েত সমি