মানিকচক: মসজিদ তলিয়ে যাবে গঙ্গায়, কামালতীপুরের মসজিদ থেকে ইতিমধ্যে মাইকিং করে সতর্ক করা হয়েছে
মসজিদের নিচ থেকে সরে গেল মাটি। গঙ্গার তীব্র দাপটে যেকোনো মুহূর্তে কামালতিপুরের মসজিদ তলিয়ে যাবে গঙ্গাগর্ভে। এমন আতঙ্ক পরিস্থিতিতে মসজিদ থেকে সবকিছু বের করে নেওয়া হচ্ছে। মসজিদের মাইক থেকে সকলকে সরে যেতে নির্দেশ। মসজিদের এক প্রান্তে ফাটল ধরে গেছে যেকোনো মুহূর্তে গঙ্গায় তলিয়ে যাবে মসজিদ। শেষবারের মতো মসজিদকে দেখতে বহু মানুষ ইতিমধ্যেই নদী পাড়ে হাজির হয়েছে। রাতভরে এই মসজিদ যে নিশ্চিহ্ন হয়ে যাবে এমনটা আশঙ্কা করা হচ্ছে। আতঙ্কে মানুষকে সরে যাওয়ার নির্দেশ।