ঝালদা ১: সমাজসেবী সংস্থার মানবিক উদ্যোগ অযোধ্যা পাহাড় এলাকায়
দূর্গা পূজার আগে অযোধ্যা পাহাড়ের আদিবাসী শিশুদের মুখে হাসি ফোটাল বজবজ নবচেতনা ওয়েলফেয়ার সোসাইটি। রবিবার সকালে বঙ্গাদা গুরু গমকে মিশন পরিচালনায় ও কলকাতার "চেষ্টা" গ্রুপের সহযোগিতায় গড়ে ওঠা বঙ্গাদা বিদু-চাঁদান বিরদাগাঁঢ় স্কুলে সেই সোসাইটির পক্ষ থেকে স্কুলের পড়ুয়াদের মুখে হাসি ফোটাতে নতুন পোশাক, শিক্ষা সামগ্রী, খেলার সামগ্রী তুলে দেওয়া হয় রবিবার বিকাল 4 তানাগাদ। এদিন প্রদীপ প্রজ্জ্বলন করে জাকজমক পূর্ণ ভাবে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। তারপর স্কুল কতৃপক্ষ ও অতিথি