জলপাইগুড়ি: একাধারে স্কুল আর এক দিকে বিএলও-র ডিউটি,একসঙ্গে দুই দায়িত্ব সামলানো নিয়ে চিন্তায় জলপাইগুড়িতে বিএলও রা
একাধারে স্কুল আর এক দিকে বিএলও-র ডিউটি।একসঙ্গে দুই দায়িত্ব সামলানো নিয়ে চিন্তায় জলপাইগুড়ি তে বিএলও র দায়িত্ব প্রাপ্ত প্রধান শিক্ষকেরা।বিএলও দায়িত্ব সামলাতে গিয়ে স্কুলের পঠনপাঠন ও ফাইনাল পরীক্ষা নিয়ে দুশ্চিন্তায় সকলেই। পাশাপাশি রাজনৈতিক দলের হুমকি নিয়েও কিছুটা হলেও আতঙ্কিত সকলেই। রবিবার সকাল থেকে তিনটি পর্যায়ে জলপাইগুড়ি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত বিএলওদের প্রশিক্ষণ দেওয়া হল সদর বিডিও অফিসের এক ভবনে। সেখানেই এদিন দুপুরে নিজেদের নানা আশঙ্কার কথা জানালেন বিজয়