ফালাকাটা: পুজোর আগে ফালাকাটায় ফের পদ্মফুল শিবিরে ভাঙন ধরালো ঘাসফুল তৃণমূল কংগ্রেসের যোগদান ২৮ টি পরিবার
ফালাকাটায় দলবদলের ঘটনা অব্যাহত। দুর্গাপুজোর আর ক'দিন বাকি। তবে রাজনৈতিক দলগুলি প্রস্তুতি নিচ্ছে আগামী বিধানসভা নির্বাচনের। কারণ,বছর ঘুরলেই ভোট। তাই ফালাকাটায় পদ্ম শিবিরে বড় ভাঙন ধরালো তৃণমূল কংগ্রেস। এদিন ব্লকের ময়রাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের লছমনডাবরি মৌজায় ১৩/২৪,১৩/২৫,১৩/২৬ নাম্বার বুথের ২৮টি পরিবার বিজেপি ছেড়ে তৃণমূলের পতাকা হাতে নেয়। দলে সবাইকে স্বাগত জানান তৃণমূলের জেলা সাধারণ সম্পাদক তথা ফালাকাটা পঞ্চায়েত সমিতির সভাপতি সুভাষ চন্দ্র রায় ও